Published : Tuesday, 9 November, 2021 at 12:00 AM, Update: 09.11.2021 1:15:05 AM
সৌরভ মাহমুদ হারুন:
কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকালে কুমিল্লা-মীরপুর সড়কের বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গাজীপুর এলাকায় কুমিল্লাগামী একটি মালবাহী পিক-আপ দু’মুখী দুটি সিএনজি অটোরিকশাকে মাঝ দিয়ে সজোরে ধাক্কা দিলে সড়কের উভয় পাশের খাদে পড়ে তামান্না আক্তার নামের ২ বছর বয়সি ওই শিশুর মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় কমপক্ষে ৮-৯ জন যাত্রী আহত হয়েছেন বলেজানা গেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষ দর্শী সিরাজুল ইসলাম ঠিকাদার ও আবুল খায়ের বুলবুল জানায় সোমবার বিকালে কুমিল্লা - বুড়িচং, ব্রাহ্মণপাড়া - মীরপুর সড়কের বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর খাড়াতাইয়া গাজীপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। বুড়িচং থেকে কুমিল্লা গামী একটি মাল বাহি পিকআপ বেপরোয়ারা গতিতে যাওয়ার সময় ওই দুর্ঘটনার স্থানে দুই দিকে ছেড়ে আসা যাত্রী বাহী দুটি সিএনজি কে সজোরে ধাক্কা দিলে সড়কের পাশে খাদে সিএনজি দুটি উল্টে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন শোর চিৎকারে শুনে ঘটনা স্থলে এসে আহতদের উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এঘটনায় ৮-৯ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্নমতি পশ্চিম পাড়ার মোঃ মহি উদ্দিনের দুই বছরে মেয়ে তামান্না আক্তার। আহতরা হলো তামান্না আক্তারের মা বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্নমতি পশ্চিম পাড়ার মহি উদ্দিনের স্ত্রী বিউটি আক্তার (২৫),একই গ্রামের আবুল হাসেমের ছেলে ইমন (২৬), ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের জাকির হোসেনের ছেলে নাজমুল হাসান (২৪), একই উপজেলার চান্দলা ইউনিয়ন এর মৃত্যু আবু জাহের এর ছেলে রকিব উল্লাহ (৪২), জেলার দেবিদ্ধার উপজেলার ফতেহাবাদ গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন (২৭),একই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী পপি আক্তার (২২)।
এদিকে বুড়িচং থানার এস আই মোঃ নয়ন মিয়া জানান দুর্ঘটনার খবর ঘটনা স্থল থেকে দুর্ঘটনা কবলিত দুটো সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসি। আহত দুই বছরের তামান্না আক্তার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনে মৃত্যু বরণ করে। এঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের এর প্রক্রিয়া চলছে।