Published : Tuesday, 9 November, 2021 at 12:00 AM, Update: 09.11.2021 1:15:23 AM
রাজাপুর ইসলামীয়া এতিমখানার উদ্যোগে বার্ষিক খতম শরীফ ও শানে রিসালাত মাহফিল গতকাল শেষ হয়। ফজর নামাজ হতে খতমে কোরআন, খতমে আম্বিয়া, খতমে গাউছিয়া, খতমে শিক্ষা, দুরুদে নারীয়া, দুরুদে তুনাজ্জিনা, খতমে কাসিদায়ে, বোরদা শরীফ, আল্লাহ তা আলার ৯৯ নাম মোবারক তিলাওয়াত, রাসুল (দঃ) এর ২০১ নাম মোবারক তিলাওয়াত আসর নামাজ পর্যন্ত অনুষ্ঠিত হয়। আসর নামাজ বাদ শানে রিসালাত মাহফিল অনুষ্ঠিত হয়। রাত ১টায় শেষ হয়।
সমাপনী বক্তব্যে পীর সাহেব বলেন, সঠিক আমল করার জন্য কোরআন সুন্নাহের অনুসরণের বিকল্প নেই। মানুষের বানানো মতবাদে বিশ্বাসী না হয়ে কোরআন সুন্নাহের অনুসরণ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মালেশিয়া ইসলামীয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আল্লামা ড. সাইফুল ইসলাম আল আজহারী, মুফতি রফিকুল ইসলাম হেলালীসহ কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। মাহফিল শেষে সকলের জন্য দোয়া করা হয়।