ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে সুদের টাকা না পেয়ে ঘরে তালা!
Published : Tuesday, 9 November, 2021 at 12:00 AM
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সুদের টাকা না পেয়ে নাজমা বেগম নামে এক নারী ও তার পরিবারের সদস্যদেরকে ঘর থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিলেন সুদি মহাজন মোফাজ্জল পাটোয়ারী। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পৌরসভার ২নং ওয়ার্ডের পাঁচরা মধ্যমপাড়া এলাকায়।
ভুক্তভোগী নাজমা জানান, ২ বছর আগে একই গ্রামের ওমর পাটোয়ারীর ছেলে মোফাজ্জল পাটোয়ারী থেকে মাসিক ৩ হাজার টাকা সুদে ১ লক্ষ  টাকা গ্রহণ করে। শর্ত অনুযায়ী প্রতি মাসে আমি ৩ হাজার টাকা পরিশোধ করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে পরিবারে আর্থিক সঙ্কটের কারণে ৩ মাসের সুদের টাকা পরিশোধ করতে পারি নাই। সোমবার সকালে সুদি মহাজন মোফাজ্জল পাটোয়ারী আমাকে সুদের টাকা পরিশোধের চাপ প্রয়োগ করলে আমি তাকে দুই মাসের ৬ হাজার টাকা দিতে চাইলে তিনি বলেন-‘৮ মাসের সুদের টাকা বকেয়া পড়ে আছে। আমি ২ মাসের টাকা নেব কেন?- এক কথা বলে তিনি আমার পরিবারের সদস্যদেরকে বের করে দিয়ে দরজায় তালা মেরে দেয়।
ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী জানান, ‘ভুক্তভোগী নাজমা বেগম দুপুর বেলায় বিষয়টি আমাকে মোবাইল ফোনে জানিয়েছে। বিষয়টি অত্যন্ত অমানবিক। উভয়পক্ষ আমার কাছে আসলে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশার চেষ্টা করবো’।
সুদি মহাজন মোফাজ্জল পাটোয়ারী জানান, আমি নাজমা বেগমের কাছে ৮ মাসের সুদের টাকা পাব। সকালে আমি টাকার জন্য তাদের ঘরে গেলে কাউকে না পেয়ে ঘরের দরজা তালা লাগিয়ে দিয়েছি।