পাকিস্তান সফরে দলে না থাকার আশংকা প্রকাশ করেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আগামী বছরের মার্চ-এপ্রিলে ধার্য করা হয়েছে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাবে অসিরা।
কয়েক দফা পেছানোর পর ২০২২ সালের মার্চ-এপ্রিলে ম্যাক্সওয়েলের বিয়েরও সময় ধার্য করা হয়েছে। ম্যাক্সওয়েল এবং ফার্মাসিস্ট ভিনি রমন ২০২০ সালে মার্চ মাসে বাগদান করেছিলেন। তবে কোভিড-১৯ লকডাউন এবং বিধিনিষেধের কারণে বেশ কয়েকবার তাদের বিয়ের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে।
এবার নতুন করে বিয়ের দিনক্ষণ ঠিক করার পর এটি আর বদলাতে রাজি নন ম্যাক্সওয়েল। এক সংবাদ সম্মেলনে অসি অলরাউন্ডার বলেছেন, ‘আমি মনে করি এটি খুশির সংবাদ যে সেখানে (পাকিস্তান) আবার ফিরে যাওয়ার সফর এটি।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমি দেখেছি ১৯৯৮ সালে শেষবার আমরা পাকিস্তান সফরে গিয়েছিলাম। আমি সেখানে যাচ্ছি কি না তা সম্ভবত আমার বাগদত্তার উপর নির্ভর করতে পারে। কারণ সেই সময়ে আমার বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে। সুতরাং আমি সম্ভবত এই প্রশ্নটি জিজ্ঞাসা করার জন্য সঠিক ব্যক্তি নই।’
আরও একবার বিয়ের তারিখ বদলানোর কথা বিবেচনা করা হবে কি না জানতে চাইলে ম্যাক্সওয়েল বলেন, ‘কোন সুযোগ নেই। আমরা এরই মধ্যে কয়েকবার তারিখ বদল করেছি। তাই আমি মনে করি এবার এটি থাকবে।’
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময় দারুণ ফর্মে থাকলেও বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যাট হাতে তেমন ধ্বংসাত্মক ইনিংস খেলতে পারেননি ম্যাক্সওয়েল। যা অস্ট্রেলীয় ভক্তদের হতাশই করেছে।
তবে শেষ দুই ম্যাচে সুযোগের জন্য তিনি ক্ষুধার্ত ছিলেন। কিন্তু বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উভয় জয়ে কোন রান না করেই অপরাজিত ছিলেন।
তিনি এ বিষয়ে বলেন, ‘আমি নিশ্চিত নই যে আপনি লক্ষ্য করেছেন কি না, তবে আমি দুটি নট আউট ব্যাক-টু-ব্যাক পেয়েছি। যা আমার ক্যারিয়ারে বেশ বিরল। এর অর্থ টপ অর্ডার ব্যাটাররা ভালো করছে।’