ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাকিবকে টপকে আইসিসির মাসসেরা হলেন আসিফ আলী
Published : Wednesday, 10 November, 2021 at 12:00 AM
অক্টোবর মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের জন্য বৃহস্পতিবার তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল আইসিসি। ছেলেদের বিভাগে টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে বাংলাদেশের সাকিব আল হাসানের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন পাকিস্তানের আসিফ আলী ও নামিবিয়ার ডেভিড উইজে। তবে সাকিব-উইজেকে টপকে মাসসেরা হলেন পাকিস্তানের আসিফ আলী।
গত জুলাই মাসে প্রথম মনোনয়ন পেয়ে পুরস্কার জিতেছিলেন সাকিব। অক্টোবরের সেরার তালিকায় সাকিব জায়গা পেয়েছিলেন মূলত বিশ্বকাপের প্রথম রাউন্ডের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে।। প্রথম রাউন্ডে বাংলাদেশের দুই জয়েই সাকিব ছিলেন ম্যাচসেরা। সবমিলিয়ে ছয় ম্যাচে ২১.৮৩ গড়ে ১৩১ রান করার পাশাপাশি মাত্র ১১.১৮ গড়ে ১১ উইকেট নেন।
পাকিস্তানের ব্যাটার আসিফ আলী মনোনয়ন পেয়েছিলেন বিশ্বকাপে দুটি ম্যাচ জেতানো টর্নেডো ইনিংসের সুবাদে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসের পর আফগানিস্তানের বিপক্ষে ১৯তম ওভারে চার ছক্কায় পাকিস্তানকে জিতিয়েছিলেন আসিফ। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে নবাগত নামিবিয়াকে সুপার টুয়েলভে তুলতে সবচেয়ে বড় অবদান রাখেন অভিজ্ঞ অলরাউন্ডার ডেভিড উইজে। তবে সাকিব-উইজেকে টপকে আইসিসির ভোটিং প্যানেল ও সমর্থকদের ভোটে আসিফ আলীই অক্টোবরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।