ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ট্রলারডুবির ৫ দিন পর নারীর লাশ উদ্ধার
Published : Wednesday, 10 November, 2021 at 12:00 AM
চাঁদপুরে মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার পাঁচ দিন পর নিখোঁজ নাছিমা বেগমের (৩৫) লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। মেঘনা নদীর হাইমচর উপজেলার চরভৈরবী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌথানার ওসি মুজাহিদুল ইসলাম। নাছিমা বেগম শরীয়তপুর জেলার সখিপুর থানার তারাবুনিয়া এলাকার সালেহ আহম্মেদ মাঝির স্ত্রী।
ওসি বলেন, ‘দুপুর ১২টার দিকে চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ গিয়ে নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করে নীলকমল পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পরবর্তী সময়ে স্বজনদের সংবাদ দিলে তারা এসে লাশ শনাক্ত করে।’
তিনি আরও জানান, এ ঘটনায় আটক চার জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হোসেন সরকার বলেন, ‘লাশের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বিকালে হস্তান্তর করা হয়েছে। লাশ গলে যাওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি।’
গত শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে মেঘনা-ডাকাতিইয়ার মোহনায় শরীয়তপুরের ডামুড্যা থেকে ছেড়ে আসা এমভি লামিয়া নামক লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে ৯ জন পানিতে নিমজ্জিত হয়। এর মধ্যে দুজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে রেজিয়া বেগম (৫৫) নামে নারীকে চাঁদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। নিখোঁজ থাকেন নাছিমা বেগম।