ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রদীপ কুমার পাল বাবলুর স্মরণসভা ও স্মরণিকা প্রকাশ
Published : Wednesday, 10 November, 2021 at 12:00 AM
গত ৬ নভেম্বর  শনিবার বিকাল ৪টায় কুমিল্লা টাউন হল মুক্তিযোদ্ধা কর্ণারে কুমিল্লার বিশিষ্ট সমাজ ও মানব সেবক প্রদীপ কুমার পাল বাবলুর স্মরণসভা ও স্মরণিকা প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন জনাব মোঃ অহিদুর রহমান মজুমদার পবিত্র গীতা পাঠ করেন বাবু সুরেশ চন্দ্র দাস। উক্ত অনুষ্ঠানে বাবলুদা স্মরণে স্মৃতিচারণ ও কবিতা পাঠ করেন ‘অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহাম্মদ, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ, চিত্রকার, লেখক ও বিএমএ’র প্রাক্তন সভাপতি ডা. ইকবাল আনোয়ার, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা. এ কে এম আবদুস সেলিম, নাটাব এর সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহান, কবি ও লেখক বিশিষ্ট সনোলজিস্ট ডা. মল্লিকা বিশ^াস, বিশিষ্ট বাচিক শিল্পী বদরুল হুদা জেনু, কবি ফোরামের প্রধান উপদেষ্টা নগর কবি ফখরুল হুদা হেলাল, সহ-সভাপতি, গীতিকবি ও ব্যাংকার শফিকুল ইসলাম ঝিনুক, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জনাব আজাদ সরকার লিটন, শিক্ষিকা আফরোজা বেগম, পরিবারের পক্ষ থেকে তাঁর স্মৃতিচারণ করেন বড় ভাই এডভোকেট দিলীপ কুমার পাল, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত ও বিটিভি শিল্পী সঙ্গীতাজ্ঞ মিতা পালের নেতৃত্বে সঙ্গীত পরিবেশনা করেন সুধা রায়, নিলীমা দত্ত, মৈত্রী দাস গুপ্ত, জ্যোতি সূত্রধর। কুমিল্লা কবি ফোরামের প্রকাশনায়, সাধারণ সম্পাদক কবি জয়দেব ভট্টাচার্য্য ভুলুর সম্পাদনায় ‘স্মৃতি অর্ঘ্য’ নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
সভাপতিত্ব করেন কবি ফোরামের সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, কবি এ.কে.এম জসীম উদ্দিন, এ.কিউ আশিক, এমদাদুল হক ইয়াছিন, নীলাঞ্জন দাশ, মোঃ মাসুম বিল্লাহ, সানজিদা রোমানা, বীর মুক্তিযোদ্ধা এ.এন.এম. ছাইদ আহমেদ, আরো উপস্থিত ছিলেন মো: জাকির হোসেন, গল্পকার সফিকুর বোরহান, অবসরপ্রাপ্ত শিক্ষক ইন্দ্র কুমার নাগ, বাবু গণেশ মজুমদার, সাংবাদিক মোতাহার হোসেন মাহাবুব, সমতটের কাগজের সম্পাদক জামাল উদ্দিন দামাল, শেফালী পাল, রনজিৎ কুমার পাল, বিমল সাহা, সুমন রায়, রূমা সাহা, বাচিক শিল্পী রুবেল কুদ্দুছ, সেলিম আবদুল্লাহ, বিশাল সাহা, কবি বিজন দাস, সুব্রত ঘোষ, বাদল চন্দ্র দাস, পুরন চন্দ্র দাস, বাদল চৌধুরী, মোঃ দেলোয়ার হোসেন টুটুল, আনিস আহম্মেদ, ডা. শাহজাহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি রোকসানা ইয়াসমিন মনি।