ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গাঁজা, ফেনসিডিল ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
Published : Wednesday, 10 November, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া ও মালাপাড়া ইউনিয়নের চাঁনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা বড়ি ও ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর (নোয়াপাড়া) গ্রামের বাসিন্দা মো. হালিম মিয়া ছেলে মোঃ সোহলে ওরফে আজাদ (২২)। অপর গ্রেপ্তারকৃত চাঁদপুর জেলার মতলব উপজেলার একলাসপুর গ্রামের বাসিন্দা মৃত ইলিয়াছ ব্যাপারীর ছেলে মো. আরিফ হোসনে (২২)।
থানা পুলিশ সূত্র জানায়, গত সোমবার বিকালে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজুর নাহার নেতৃত্বে উপপরিদর্শক বেলাল হোসেন, উপপরিদর্শক জীবন কৃষ্ণ মজুমদার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত মো. সোহেল ওরফে আজাদ (২২) এর কাছ থেকে ২০০ পিস ইয়াবা বড়ি ও ৫ বোতল ফেনসিডিল সিরাপ এবং মো. আরিফ হোসেন (২২) এর কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজুর নাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন গ্রেপ্তার হওয়া মো. সোহেল ওরফে আজাদ (২২) ও মো. আরিফ হোসেন (২২) এর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।