ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে ইউএনও'র নেতৃত্বে টাক্সফোর্সের চোরাচালান বিরুধী ঝটিকা অভিযান
Published : Wednesday, 10 November, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে চোরাচালানের মাল ট্রেনে তোলার সময় উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযান ১ জনের কারাদন্ড ও ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। সোমবার শশীদল রেলস্টেশন ও ব্রাক্ষ্মণপাড়া সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। দুপুর আড়াইটায় শশীদল রেলস্টেশনে চট্টগ্রামগ্রামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় ছিলো একদল চোরাচালানকারী। ট্রেন আসলেই ব্যাগ হাতে ছুটে যায় চোরাচালানকারীর দল এবং ট্রেনে চোরাই মালামাল তুলে দেয়। এ বিষয়ে পূর্বে তথ্য পেয়ে ঝটিকা অভিযানে চোরাচালানের মালামালসহ মোঃ খোরশেদ আলম (৩০)কে আটক করা হয়। খোরশেদ আলমের কাছে ১৫০ প্যাকেট ভারতীয় কমপ্ল্যান দুধ, ৯০ প্যাকেট ল্যাক্টোজেন, ভারতীয় হরলিকস ২০ পিস, ৬০ বোতল ন্যাচারাল কোকোনাট ওয়েল পাওয়া যায়। খোরশেদ আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। এছাড়া রেল স্টেশনে ১০০ গ্রাম গাঁজাসহ আটক হয় জাহাংগীর আলম (৩০)। ভ্রাম্যমান আদালত জাহাংগীর আলমকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এসময় আনুমানিক ২ মিনিট স্টপেজ দিয়ে ট্রেন ছেড়ে দেওয়ায় ট্রেনে তল্লাশী করা সম্ভব হয়নি। এছাড়া বিকাল ৫টায় ব্রাক্ষ্মণপাড়া সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে আব্দুল মতিন খসরু মহিলা কলেজ সংলগ্ন আবুলের চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় আবুল হোসেন (৫০)কে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উল্লেখ্য, এই চায়ের দোকানে বসে আবুল হোসেন ইয়াবা বিক্রি করত। আবুল হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
উপজেলা প্রশাসনকে এ অভিযানে সহায়তা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, বিজিবি শশীদল বিওপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলা শাখা।