ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেড় বছরের সাজা এড়াতে ৭ বছর বিদেশে
Published : Tuesday, 16 November, 2021 at 12:00 AM
নোয়াখালীর বেগমগঞ্জে স্ত্রীর করা মামলায় দেড় বছরের সাজা এড়াতে সাত বছর ধরে বিদেশ ছিলেন মো. নুরুল ইসলাম (৩৮)। অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরুল ইসলাম ধৃতপুর গ্রামের মজিদ পাটোয়ারী বাড়ির মৃত আবু বোরহান পাটোয়ারীর ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ওমানে পালিয়ে ছিলেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্র জানা যায়, ২০১২ সালে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চোপুল্লি ইউনিয়নের জয়পুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে খালেদা আক্তার পনিকে বিয়ে করেন নুরুল ইসলাম। তাদের আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের দুই বছরের মাথায় ননদের সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে আদালতে মামলা করেন খালেদা আক্তার। পরে তিনি ওমান চলে যান। আদালত ওই মামলায় নুরুল ইসলামের দেড় বছরের সাজা ঘোষণা করেন। এরপর থেকে দীর্ঘ সাত বছর ওমানেই ছিলেন তিনি। চলতি বছরের ১৩ অক্টোবর দেশে আসেন নুরুল ইসলাম।