ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১৫ বছর পর দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
মান্নান মোল্লা সভাপতি, সাদ্দাম হোসেন সম্পাদক
Published : Tuesday, 16 November, 2021 at 12:00 AM, Update: 16.11.2021 1:22:05 AM
---
১৫ বছর পর দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনশাহীন আলম, দেবিদ্বার ||
১৫বছর পর কুমিল্লা দেবিদ্বার উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ.কে.এম.আফজালুর রহমান বাবু কমিটির অনুমোদন দেন। এক মাসের মধ্যে ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
তিন বছর মেয়াদি নবগঠিত কমিটির সভাপতি পদে আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক পদে মো.সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে যাদব রায়ের নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্য পদে আছেন সহসভাপতি  শাহাদাৎ হোসেন মিঠু, মো. আলাউদ্দিন, আলম হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম সারোয়ার, মো.মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন  সোহাগ, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
এদিকে, নতুন কমিটি পেয়ে উচ্ছ্বাসিত তৃণমূল স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। তাঁরা বলেন, নতুন এ কমিটিতে যোগ্য ও দলের জন্য ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। করোকালীন সময়ে সাদ্দাম হোসেনের নেতৃত্বে উপজেলার স্বেচ্ছাসেবকলীগ নানা মানবিক কাজ করেছেন।   
২০০৫ সালে শহীদুল্লাহ খাজাকে আহ্বায়ক ও আবদুল মান্নান মোল্লাকে যুগ্ম আহ্বায়ক করে ৩১সদস্যের উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে তিন মাস সময় বেঁধে দেয়া হয়েছিল। ১৫বছর পার হলেও নানা প্রতিকুলতায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।  অবশেষে ১৪ নভেম্বর কেন্দ্রীয় কমিটি ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন।