ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ম্যানইউর জালে ওয়াটফোর্ডের গোল উৎসব
Published : Monday, 22 November, 2021 at 12:00 AM
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার ইউনাইটেডকে স্রেফ উড়িয়ে দিয়েছে ওয়াটফোর্ড। ক্লাবটি নিজেদের মাঠে রীতিমত গোল উৎসব করে বিধ্বস্ত করেছে দ্য রেডসদের।
শনিবার (২০ নভেম্বর) রাতে বিকারেজ রোড স্টেডিয়ামে এই খেলায় ওয়াটফোর্ড ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। ১২ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ম্যানইউ, আর সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ওয়াটফোর্ডের অবস্থান ষোলোতম স্থানে।
দ্বিতীয়ার্ধে ম্যানইউ পরিণত হয় ১০ জনের দলে। ৬৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মাঠ ছেড়ে বের হয়ে যেতে হয় হ্যারি মাগুইরকে। অবশ্য তখনো ২-১ গোলে পিছিয়ে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।
প্রথমার্ধের ২৮ মিনিটে জশুয়া কিংয়ের পা থেকে প্রথম গোলের দেখা পায় ওয়াটফোর্ড। বিরতিতে যাওয়ার ঠিক মিনিট খানেক আগে আরও একটি গোল দিয়ে দলকে এগিয়ে দেন ইসমাইলা সার। বিরতি থেকে ফিরে ৫ মিনিট না যেতেই ডনি বিকের গোলে ব্যবধান কমায় ম্যানইউ। ৯০ মিনিট পর্যন্ত এই সমীকরণেই খেলা চলছিল। কিন্তু রেফারির যোগ করা সময়ে আরও দুটি গোল হজম করে ১০ জনের ম্যানইউ।
গোল দুটি করেন জোয়াও পেদ্রো ও এমানুয়েল বোনাভেঞ্চার। হোম লিগে ব্যাক টু ব্যাক ম্যানইউর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়াটফোর্ড। ১৯৮৯ সালের পর এই প্রথম প্রিমিয়ার লিগে প্রমোটেড হওয়া দলের বিপক্ষে বড় ব্যবধানে হারে সুলশারের দল। এর আগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরেছিল ৫-১ গোলে।