ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হঠাৎ মাঠে ঢুকে পড়া সেই দর্শক কারাগারে
Published : Monday, 22 November, 2021 at 12:00 AM
হঠাৎ মাঠে ঢুকে পড়া সেই দর্শক কারাগারেমিরপুর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলার সময় গ্যালারির কাঁটাতার পার হয়ে হঠাৎ মাঠে ঢুকে পড়ার অভিযোগে আটক দর্শক রাসেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২১ নভেম্বর) মিরপুর মডেল থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার মামলায় তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত রিমান্ড নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, পাকিস্তানের ইনিংসের ১৩তম ওভারের ঘটনা এটি। তাসকিন আহমেদের ওভার শেষ হতেই মাঠে ঢুকে পড়েন ওই দর্শক। করোনাবিধির কারণে গ্যালারির নিচের অংশে যাওয়ার অনুমতি নেই। নর্দার্ন স্ট্যান্ড থেকে লাফ দিয়ে নিচের গ্যালারিতে নামেন রাসেল। এরপর ওখান থেকে চলে যান কাঁটাতার দিয়ে তৈরি করা নিরাপত্তা বেষ্টনীর কাছে। প্রায় ১২ ফুট উচ্চতার  বেষ্টনী মুহূর্তেই টপকে যান তিনি। ততক্ষণে অবশ্য সবার দৃষ্টি চলে যায় তার দিকে। কিন্তু ১০-১২ জন গ্রাউন্ডসকর্মী মিলেও তাকে ধরতে পারেননি, সোজা চলে যান মোস্তাফিজের কাছে। এরপর তাকে স্টেডিয়াম থেকে পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, রাসেলকে রাতভর জিজ্ঞাসাবাদ শেষে আমরা সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়েছি।