স্যালাইন বিতরণের বরাদ্দ আত্মসাৎ করলেন জনস্বাস্থ্যের হিসাবরক্ষক
Published : Monday, 22 November, 2021 at 12:00 AM
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের হিসাবরক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে ২০১৯-২০ অর্থবছরে স্যালাইন বিতরণ প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
রোববার (২১ নভেম্বর) অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর সহকারী পরিচালক মো. আমির হোসেনের নেতৃত্বে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে অভিযান চালিয়েছে সংস্থাটির এনফোর্সমেন্ট টিম।
দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।
এনফোর্সমেন্ট দল জানায়, জনস্বাস্থ্য ইনস্টিটিউট পরিদর্শন করে অভিযোগ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত পরিচালকের সঙ্গে কথা বলে দুদক।
তিনি টিমকে জানান, অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে এরই মধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে শাস্তি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া তার দুটি বেতন বৃদ্ধিও স্থগিত করা হয়েছে। অভিযানকালে দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে এবং আরও কিছু নথি সরবরাহের অনুরোধ করেছে।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফি উল্লাহ অভিযানের বিষয়টি জানিয়ে বলেন, অভিযুক্ত মাহবুবুর নানা অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। তার বদলিসহ, বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে।
আরও জানা যায়, অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে সুনির্দিষ্ট সুপারিশসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।
এছাড়া দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪ দপ্তরে ব্যবস্থা গ্রহণ করতে ৪টি চিঠি পাঠিয়েছে দুদক এনফোর্সমেন্ট টিম।