ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে সাংবাদিক ফখরুল ভূইয়ার দাফন সম্পন্ন
Published : Monday, 13 December, 2021 at 12:00 AM
 

মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||

দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক ফখরুল ইসলাম ভূইয়ার দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১১টায় তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর (মিরের পাড়) মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শনিবার রাতে নিহতের মরদেহ ঢাকা থেকে তার বাড়িতে আনা হয়।

জানা যায়, শনিবার সকাল ৮টায় অফিসে এসে সারা দিন স্বাভাবিক নিয়মেই দায়িত্ব পালন করে বেলা ৩টার দিকে বাসায় চলে যান ফাহির ফখরুল। বাসায় ফেরার পর শরীর খারাপের কথা জানায় ফাহির ফখরুল। এরপর শরীর আরও খারাপ হওয়া শুরু করলে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অজ্ঞান অবস্থায় প্রথমে তাঁকে ধানমন্ডির একটি মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক বলেন, ফাহির ফখরুল মারা গেছেন। পরে তাঁকে পাশের আরেকটি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। সে হৃদ‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফাহির ফখরুল মারা গেছে বলে হাসপাতাল থেকে জানানো হয়।

উল্লেখ্য, সাংবাদিক ফখরুল ইসলাম ভূইয়া দৈনিক আজকের পত্রিকার অনলাইন বিভাগে কাজ করতেন। তিনি ‘ফাহির ফখরুল’ নামে পরিচিতি ছিলেন।