জয়ের জন্য শেষ দিনে ওয়ালটন মধ্যাঞ্চলের প্রয়োজন ছিল ১১২ রান, হাতে ছিল ৯ উইকেট। কিন্তু বিসিএলের শেষ দিনে এসে খেই হারিয়েছে সৌম্য-মিঠুনদের নিয়ে গড়া মধ্যাঞ্চল। বুধবার নাঈম হাসানের ঘূর্ণি জাদুতে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ১০ রানে হেরেছে সৌম্যরা।
বুধবার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ১১২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করে মধ্যাঞ্চল। মিঠুন ৫৪ বলে ৪২ ও সৌম্য ৬৯ বলে ৩৩ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন। দু’জন হাফসেঞ্চুরি তুলে নিতে পারলেও থিতু হতে পারেননি। তারা সাজঘরে ফিরতেই ধস নামে ব্যাটিংয়ে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই মধ্যাঞ্চল হারায় ৮ উইকেট। তখনও জয়ের জন্য দরকার ছিল ২৭ রান। কিন্তু লাঞ্চের পর দ্রুত দুই উইকেট হারালে জয় নিশ্চিত হয় পূর্বাঞ্চলের।
সৌম্য সরকার মধ্যাঞ্চলের হয়ে ১৩৯ বলে ৭৮ রান করেছেন। মিঠুনের ব্যাট থেকে আসে ৯৮ বলে ৬০ রান। লাঞ্চের পর রবিউল হক, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মুরাদ চেষ্টা করেও সফল হননি।
পূর্বাঞ্চলের হয়ে নাঈম হাসান সর্বোচ্চ ৬টি উইকেট নিয়েছেন। তানভীর ইসলাম নেন তিন উইকেট।
শাহদাত হোসেন দিপুর ৭২ রানের সুবাদে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৪৫ রান। জবাবে মধ্যাঞ্চল তাইবুর রহমানের ৭৬ ও জাকের আলীর ৯২ রানে ২২৭ রান করতে পারে। ১৮ রানে এগিয়ে থেকে পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংস শুরু করে। কিন্তু হাসান মুরাদের ঘূর্ণিতে ১৮০ রানেই অলআউট হয়ে যায় তারা। তাতে মধ্যাঞ্চলের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৯ রান। সেই লক্ষ্যে খেলতে নেমে ১৮৮ রানে থেমে গেছে মিঠুন-সৌম্যদের মধ্যাঞ্চল।