ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০২০ ঘোষণা
Published : Wednesday, 22 December, 2021 at 7:27 PM
অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০২০ ঘোষণাঅনন্যা প্রতিবছরের মতো এবারো বর্ষব্যাপী আলোচিত-আলোকিত ১০ কৃতী নারীকে সম্মাননা প্রদান করতে যাচ্ছে।
সম্মাননাপ্রাপ্ত গুণী ব্যক্তিত্বরা হলেন- কামরুন্নাহার জাফর (রাজনীতি), শাহীদা বেগম (উদ্যোক্তা), লাফিফা জামাল (প্রযুক্তি), অল্পনা রানী (কৃষি), চয়নিকা চৌধুরী (নাট্যনির্মাণ), স্বপ্না ভৌমিক (কর্পোরেট পেশা), সেঁজুতি সাহা (বিজ্ঞান), তাসনুভা আনান (অধিকারকর্মী), জাহানারা আলম (ক্রীড়) ও রূপন্তী চৌধুরী (লোক-ঐতিহ্য)। 
আগামী ২৮ ডিসেম্বর বিকেল চারটায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে ‘অনন্যা শীর্ষ দশ সম্মাননা ২০২০’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষদশ সম্মাননা প্রদান করা হচ্ছে। প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের ১০ জন বিশিষ্ট নারীকে এই সম্মাননা দেওয়া হয়।