দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের ‘জবাবদিহিতার’ আওতায় দেখতে চান আইজিপি
Published : Sunday, 26 December, 2021 at 12:00 AM
বিদেশ থেকে সাহায্য ও অনুদান এনে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার সময় এসেছে বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
শনিবার রাজধানীর সেগুন বাগিচায় জুমবাংলা স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
বাংলাদেশের মানুষ সব ষড়যন্ত্রকে রুখে দিয়েছে উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, আজকে এ পঞ্চাশ বছরে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। শিগগির মধ্যম আয়ের দেশে উত্তরণ হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা।
জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুজ্জামান ও সহসভাপতি জেরিন সুলতানা।
জুম বাংলার উদ্যোগকে স্বাগত জানিয়ে আইজিপি বলেন, আমরা সবাই মিলে কাজটি করতে পারলে পথশিশু নিয়ে কথা বলতে হতো না।
"আজ আপনারা যে শিশুদের পরিচর্যা দিয়ে যাচ্ছেন, একদিন তারা দেশের বোঝা না হয়ে পুঁজি হিসেবে বিকশিত হবে।"
বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, "দেশের জন্য, মানুষের জন্য যত আপনারা এগিয়ে আসবেন ততই দেশের উন্নতি হবে।"
অনুষ্ঠানে আইজিপি প্রতি মাসে তার বেতনের একটি অংশ জুমবাংলাকে দেওয়ার কথা ঘোষণা করেন।
অনুষ্ঠানে জুমবাংলা স্কুলের শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।
আইজিপি এর আগে পুনাক সভানেত্রী ও অন্যান্য অতিথিদের নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে জুমবাংলার শীত উৎসব ২০২১ উদ্বোধন করেন।
পরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জুমবাংলা স্কুলের শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।