বুড়িচংয়ে শীতার্তদের মাঝে ৬ শতাধিক কম্বল বিতরণ করেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন
Published : Sunday, 26 December, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।।
শুক্রবার কুমিল্লার বুড়িচং উপজেলা সদর ইউনিয়ন এর বিশিষ্ট সমাজ সেবক ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন নিজ তহবিল থেকে ৬ শতাধিক গরীব অসহায় দুঃস্থ শীতার্তদের শীত বস্তু কম্বল বিতরণ করেন। শুক্রবার সকালে উপজেলা সদর ইউনিয়ন এর যদুপুর কেন্দ্রীয় মসজিদ মাঠ, বিকেলে হরিপুর আদর্শ উচ্চ বিদ?্যালয় মাঠ এবং সন্ধ্যায় দক্ষিণ হরিপুর সরকারী প্রাথমিক বিদ?্যালয় মাঠে শীতার্তদের মাঝে ছয় শতাধিক কম্বল বিতরণ করেন। সকালে যদুপুর গ্রামের স্থানীয় গণ?্যমান?্য ব?্যক্তিবর্গের উপস্থিতিতে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন জনাব আলেক হুসেন। হরিপুর গ্রামে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর মেম্বার, কাদির মেম্বার, হরিপুর উচ্চ বিদ?্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব রতন, জহির, বাবুল এবং বুড়িচং সদর ইউনিয়নের দুইবারের সফল সাবেক চেয়ারম্যান জনাব জাবেদ কাউছার সবুজ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস?্য, বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন বলেন, আমি মানুষকে ভালোবাসি; আমি সবসময়ই মানুষের সেবায় পাশে থাকতে চেষ্টা করি। আমার বাকি জীবনটুকু মানবতার সেবায় কাটিয়ে দিতে চাই। বুড়িচং সদর ইউনিয়নবাসীর দোয়া চাই। আমি বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এর পূর্বে আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন এর ০৩ নং বুড়িচং সদর ইউনিয়নব?্যপী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পূর্ণমতি গ্রাম দিয়ে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান এমপি। তারপর জরুইন গ্রামে কম্বল বিতরণের পর হরিপুর ও যদপুর গ্রামে বিতরণ করেন।