ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচন;
৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ প্রার্থীকে জরিমানা
Published : Sunday, 26 December, 2021 at 12:00 AM, Update: 26.12.2021 12:04:22 AM
৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ প্রার্থীকে জরিমানারণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে শনিবার বিকাল পর্যন্ত ২টি ইউনিয়নে চার চেয়ারম্যান প্রার্থীসহ ১০ প্রার্থীকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে উপজেলার কেরণখাল ইউনিয়নে ২৮ হাজার টাকা ও বরকইট ইউনিয়নে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ নেওয়ার পর থেকে প্রচারণায় মাঠে নামে প্রার্থীরা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে আইন-শৃঙ্খলা সভার পর শুক্রবার থেকে মাঠে নামে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকেলে উপজেলার বরকইট ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একই বাহনে দুই মাইক ব্যবহার করার অপরাধে মটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলামকে ৫ হাজার, একই অপরাধে পিহর গ্রামে সহিদ মেম্বারকে ৫ হাজার ও দেয়ালে পোষ্টার সাঁটানোর অপরাধে শ্রীমন্তপুর গ্রামে জামাল হোসেন নামে এক মেম্বার প্রার্থীকে ৫ হাজার জরিমানা করা হয়।
পরদিন শনিবার কেণরখাল ইউনিয়নে দেয়ালে পোস্টার সাঁটানোর অপরাধে নৌকা প্রতীক প্রার্থী হারুন অর রশিদ চেয়ারম্যানকে ১০ হাজার টাকা, একই অপরাধে আনারস প্রতীক প্রার্থী সুমন ভূইয়া ও মটর সাইকেল প্রতীক প্রার্থী সামছুল আলমকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে তিন সাধারণ মেম্বার ও এক সংরক্ষিত মেম্বার প্রার্থীকে ২ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আচরণ বিধি লঙ্ঘনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।