ফেডারেশন কাপে খেলবে না সাইফ স্পোর্টিং ক্লাব- টুর্নামেন্টের উদ্বোধনী দিনে এমন কথা চাউর হয়েছিল। তবে বাতাসে ভাসা সেই কথা মিথ্যে প্রমাণ করে রোববার নির্ধারিত সময় মাঠে এসেছে এবং ফেডারেশন কাপে অংশ নিয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপের বল। শনিবার উদ্বোধনী দিনের দুটি ম্যাচের একটিও হয়নি বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা মাঠে না আসায়।
রোববারের ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ১-০ গোলে জিতেছে সাইফ স্পোর্টিং। ম্যাচের একমাত্র গোলটি করেছেন সাইফের রুয়ান্ডার ডিফেন্ডার এমেরি। দ্বিতীয় দিনে আরেকটি ম্যাচ থাকলেও সেটি হবে না।
বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারার মতো ফেডারেশন কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। যে কারণে শেখ জামাল ওয়াক ওভার পেয়েছে দ্বিতীয় ম্যাচে।