টানা দুই ম্যাচে নেপাল ও মালদ্বীপের বিপক্ষে জয়ের পর তৃতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। রোববার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে বাংলাদেশকে ৩-১ সেটে হারিয়েছে শ্রীলংকা।
বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ২৫-১৭ পয়েন্টে প্রথম সেট জিতলেও পরের তিন সেটে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ২৬-২৪ পয়েন্টে হারলেও শেষ দুই সেটে হারের ব্যবধান বড় হয়।
তৃতীয় সেটে ২৫-১৮ ও শেষ সেটে ২৫-২১ পয়েন্টে জিতেছে শ্রীলংকা। টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ সেটে হারিয়েছিল নেপালকে। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে একই ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।
রোববার প্রথম সেট জয়ের পরও হারের কারণ হিসেবে অধিনায়ক হরষিত বলেন, 'আমি চোট নিয়ে খেলেছি। পুরোপুরি ফিট ছিলাম না। কিন্তু দলের প্রয়োজনে চোট নিয়েই খেলতে হয়েছে। আজকে ম্যাচটা জিততে পারলে আমাদের ফাইনাল নিশ্চিত হতো কিন্তু হেরেছি বলে কালকের ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে।'
সোমবার বাংলাদেশ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কা ম্যাচের ভুলত্রুটি শেষ ম্যাচে কাজে লাগবে উল্লেখ করে অধিনায়ক বলেছেন, 'আজকের ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। কিছু ভুল-ত্রুটি হয়েছে। সেগুলো শুধরে নিয়ে উজবেকিস্তানের বিপক্ষে আশা করি ভালো করতে পারব। প্রথম সেটে আমরা খুবই ভালো খেলেছি। দ্বিতীয় সেটেও দারুণ খেলছিলাম, কিন্তু আমাদের কিছু ভুলের কারণে প্রতিদ্বন্দ্বিতা করেও হারতে হয়েছে।'
এদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপের ম্যাচে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-০ সেটে (২৫-৯, ২৫-১৪, ২৫-৯) হেরেছে বাংলাদেশে নারী ভলিবল দল। এ নিয়ে চার ম্যাচ হারলো পান্না-ডলিরা।
উদ্বোধনী ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হারের পর উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে মেয়েরা নেপালের কাছেও হারে ৩-০ সেটে।