চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সিলেট জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের ২০ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত।
জানা গেছে, ভোটের মাঠে উত্তাপ থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং ভোটারদের সরব উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ভোট।
এদিকে, বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে দিগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দিতে যাওয়া চার কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সবার বয়স ১৬ বছরের নিচে। সকাল ১০টা ৪৫ মিনিটে তাদের ধরার পর কেন্দ্রের একটি কক্ষে নিয়ে আটক করে রাখেন দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা শাহেদুল হক। এ সময় এক কিশোরকে (১৬) টেবিলের নিচে ঢুকিয়ে দাঁড় করিয়ে রেখে শাস্তি দেন তিনি।
তবে বাকি তিন কিশোরকে শাস্তি দিতে দেখা যায়নি। সেই সঙ্গে তাদের পরিচয় জানাতেও অনীহা প্রকাশ করেন দিগলবাক কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা।
তিনি বলেন, ‘জালভোট দিতে আসায় চার কিশোরকে আটক করা হয়েছে। এরমধ্যে একজনকে বেলা ১টা পর্যন্ত টেবিলের নিচে মাথা ঢুকিয়ে শাস্তি দেওয়া হয়।