ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে ইউপি নির্বাচন ৭ ফেব্রুয়ারি
উঠান বৈঠকে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীন
Published : Sunday, 2 January, 2022 at 12:00 AM, Update: 02.01.2022 12:52:09 AM
উঠান বৈঠকে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনবুড়িচং প্রতিনিধি: আসছে ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের নির্বাচনে কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিতহবে। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১২ জানুয়ারি, বাছাই ১৫ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। নির্বাচন কে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা তাদের নির্বাচনী এলকায় স্বাস্থ্য বিধি মেনে জনগণের সমর্থণ পেতে বিভিন্ন উঠান বৈঠক করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে বুড়িচং উপজেলার ১ নং রাজাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মো. জসিম উদ্দীন গতকাল তার নির্বাচনী এলাহাজী চড়ানলে এক উঠান বৈঠক সম্পন্ন করেন । উক্ত বৈঠকে চড়ানল, ধারেশ্বর, নবীয়াবাদ ও শাপলা পাড়া গ্রামের নবগঠিত ঐক্য কমিটির নেতৃবৃন্দরা তাকে সমর্থন দিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত
নিয়েছেন বলে জানান। বীরমুক্তিযোদ্ধা হাজী জয়নাল হোসেন মাস্টারের সভাপতিত্বে এতে চড়ানল, ধারেশ্বর, ও নবীয়াবাদ গ্রামের নবগঠিত ঐক্য কমিটির নেতৃবৃন্দরা হলেন-এড. আ.হ.ম তাইফুর আলম, ইঞ্জি. আল আমিন, মো:শেখ সাদী, অধ্যক্ষ মাসুদ আলম, মো. মোস্তফা, এড. মো. শামীম খাঁন, মো. আরিফুর রহমান, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, আবু জাহের ফুল মিয়া মেম্বার, ওয়াদুদ মেম্বার, হুমায়ুন কবির মেম্বার, হাজী সিরাজুল ইসলাম খাঁন, সৈয়দ নোমান, আবু নেছার দাগু, খোরশেদ আলম বাবুল, আ: মতিন সর্দার, চড়ানলের লতু ভুইয়া সর্দার, হাজী আক্তার হোসেন, প্রভাষক আব্দুল হাকিম, মো. সাজ্জাদ কবির মাস্টার, আবদুল জলিল ভুইয়া, জজু মিয়া চৌধুরী, হাজীছ আ: রশীদ, সুবেদার কবির আহাম্মদ, আবুল বাসার, হাবিবুর রহমান শিশু, আমির হোসেন, দৌলত আহাম্মদ মাস্টার, তাজউদ্দীন, আবুল হাসেম সর্দার, হাজী জয়নাল আবেদীন খাঁন, আ: লতিফ, সবুজ মিয়া, ফরিদ আহাম্মদ পুলিশ, সালাউদ্দীন টিপু, আবদুল করিম, আবদুল বারেক, ইকবাল হোসেন চৌধুরী, আবু জাহের চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী, রফিকুল ইসলাম, বাচ্চু মিয়া, খোরশেদ আলম, কাজী আবুল হোসেন, মো. নজরুল ইসলাম নজু, অহিদুর রহমান, জাহাঙ্গীর, ছাদেক চৌধুরী, কামাল হোসেন, আলী আশ্রাফ মেম্বার, সফিকুল ইসলাম, আলী মিয়া, আবু জাহের, শাখাওয়াত হোসেন, জজু মিয়া, ইয়াকুব আলী, লিল মিয়া চৌধুরী, মোরশেদ আলম, মনির খাঁন, ফকির মিজানুর রহমান, মো.ইউনুস মিয়া, কাজী জাহাঙ্গীর প্রমুখ।