গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের চুঙ্গুরা আদিবাসী পল্লী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- আদিবাসী পল্লীর হিরণ মরমুর ছেলে ৪০ বছর বয়সী অনিল মরমু ও তার স্ত্রী সুমি হিমরন। এর মধ্যে স্ত্রীর লাশ ছিল খাটে আর দড়িতে ঝুলছিলেন স্বামী।
স্থানীয়রা জানায়ে, সকালে ঘরের আড়ার সঙ্গে অনিলের ঝুলন্ত ও ঘরের বারান্দায় খাটের ওপর সুমির লাশ দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পরে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, অনিলের লাশ ঘরের আড়ার সঙ্গে বাঁধা দড়িতে ঝুলছিল। তার স্ত্রীর লাশ খাটের ওপর পড়ে ছিল। দাম্পত্য কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী জানান, অনিল প্রায়ই নেশা করতেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার কলহ ছিল। এরই জেরে স্ত্রীকে হত্যার পর অনিল আত্মহত্যা করে থাকতে পারেন।
গোবিন্দগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, বিষয়টি তদন্তে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।