ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশের প্রশংসায় ট্রেন্ট বোল্ট
Published : Tuesday, 4 January, 2022 at 12:00 AM
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শেষে বাংলাদেশই এগিয়ে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে চার ব্যাটারের হাফসেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪০১ রান করেছে টাইগাররা। ৪ উইকেট হাতে নিয়ে তারা এগিয়ে আছে ৭৩ রানে। বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন স্বাগতিক নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট।
তৃতীয় দিন ব্যাট হাতে বাংলাদেশ অনেক ভালো পারফরম্যান্স করেছে বলে অকপটে স্বীকার করলেন বোল্ট, 'বাংলাদেশ খুব, খুব ভালো খেলেছে। দারুণ দৃঢ়তায় এখন পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে তারাই। আমাদের একের পর এক স্পেল করে যেতে বাধ্য করেছে। এটাই আসলে টেস্ট ক্রিকেট। আমরা এখন যে অবস্থায় আছি, তাতে ম্যাচ হাতে থেকে খুব একটা বেরিয়ে যেতে দিইনি। শেষ বেলায় দুটি উইকেট নিতে পেরে বেশ ভালো হয়েছে। কাল আমাদের জন্য বড় দিন। আশা করি আমরা শেষ পর্যন্ত এগিয়েই থাকব।'
নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের ব্যাটাররা খুবই ভালো করেছেন। দুই দলের জন্যই পরীক্ষা হবে আগামী দুই দিন- এমনটাই মনে করেন বোল্ট, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি, ঘরে ও বাইরে দুই জায়গাতেই। এখানে তারা খুবই ভালো ব্যাটিং করেছে। তারা উন্নতি করছে। আমরা তাদের হালকাভাবে নিইনি। খুব রোমাঞ্চকর লাগছে যে, ম্যাচ এখনো সমতায় আছে। দুই দলের জন্যই বড় পরীক্ষা হতে যাচ্ছে এই ম্যাচ।’
তিনি আরো বলেন, ‘এই মাঠে যে ক'টা টেস্ট হয়েছে সবগুলোই পাঁচ দিনে গড়িয়েছে। উইকেট ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো আভাস পাওয়া যায়নি। গ্রাউন্ডসম্যান আশা করেনি, টানা তিন দিন ৩০ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকবে। এটা হয়তো দুই দলকেই উৎসাহ দেবে। আগামীকাল প্রথম ঘণ্টায় কী হয়। বাংলাদেশ অবশ্যই চাইবে, ইনিংস আরো লম্বা করতে এবং আমাদের ওপর আরো চাপ সৃষ্টি করতে। প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে দিতে হবে আমাদের। তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে।'
এই ইনিংসে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সফল বোলার বোল্ট। তাঁর সাথে আছেন নিল ওয়াগনার। দুজনই তিনটি করে উইকেট নিয়েছেন। এখনো উইকেটশূন্য টিম সাউদি, কাইল জেমিসন ও রাচিন রবীন্দ্র। এখন ম্যাচের যে পরিস্থিতি, তাতে ম্যাচের তিনটি ফলই দেখছেন বোল্ট। তিনি বলেন, 'আমি এই ম্যাচের তিনটি ফলাফলই দেখছি। ম্যাচের অবস্থা দেখে আমরা রোমাঞ্চিত।'