ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
 দেবিদ্বার ইউপি নির্বাচন বিশৃঙ্খলা প্রতিরোধে বিট পুলিশের মতবিনিময়
Published : Tuesday, 4 January, 2022 at 12:00 AM
শাহীন আলম,  দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে আসন্ন ইউপি নির্বাচনে সকল প্রকার অরাজকতা, দাঙ্গা হাঙ্গামা, বিশৃঙ্খলা প্রতিরোধে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দেবিদ্বার থানা পুলিশের আয়োজনে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর বাজার ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের শাকতলা ফকির বাড়ি এলাকায় পৃথক দুটি মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
এতে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। উপপরিদর্শক মো.ইকতিয়ার মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান।
এ সময় ওসি বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। কেউ হুমকি ধামকি বা ভোট প্রদানে বাধা দেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিট অফিসারের নম্বরে কল দিবেন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে দেবিদ্বারে, সবাই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবেন। আর যারা ভোট কেন্দ্রে অরাজকতা, সংঘাত ও বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তারা যত শক্তিশালীই হোক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি সন্ত্রাসীদের উদ্দেশ্যে করে বলতে চাই, ভোটের আগে দয়া করে দেবিদ্বার ছেড়ে দিন, নয়তো পুলিশ আপনাকে খুজে বের করে আইনগত ব্যবস্থা নিবে। তিনি আরও বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদক, ধর্ষণ ও ইভটিজিংমুক্ত সমাজ গঠন করতে পারবে না। এ সমাজে যারা বাস করেন আপনাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আপনাদের সাথে পুলিশ আছে আপনারা এগিয়ে আসলে সকল অপরাধীরা এলাকা থেকে পালাতে বাধ্য হবে। পরে তিনি কেন্দ্রে সংঘাত সৃষ্টি না করতে সম্ভাব্য প্রার্থীদেরকে কাঁধে কাঁধ রেখে ওয়াদাবদ্ধ করান। এসময় উপস্থিত ছিলেন উপপরিদক মো.সালাউদ্দিন শামীম, আবদুল বাতেন, সহকারী উপপরিদর্ক মো. শাহাদাৎ হোসেন, মিজানুর রহমান, মো. আজিম প্রমুখ।