মদ পানে রুয়েট ছাত্রসহ দুই জনের মৃত্যু
Published : Tuesday, 4 January, 2022 at 12:00 AM
বিষাক্ত মদপনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে; অসুস্থ রয়েছেন আরও ১৬ জন।
রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
এরা হলেন রুয়েট শিক্ষার্থী মাসরুর মুহিত (২৩) ও কাটাখালির সমসাদিপুর এলাকার আসাদুল ইসলাম (২২)।
এই দুই মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার ও কাটাখালী থানায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
মাসরুর মুহিত তিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ছ্ত্রা ছিলেন। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামে। তিনি নগরীর তালাইমাড়ীর বিএসবি ছাত্রাবাসে থাকতেন।
মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে মাসরুর মুহিতকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।
ওসি বলেন, মুহিত মদ পান করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হাসপাতালের ছাড়পত্রের অ্যালকাহল পানে মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে।
“তবে অতিরিক্ত মদপান করে নাকি ভেজাল মদে তিনি মারা গেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।”
মৃত আরেকজন আসাদুল ইসলাম; তিনি কাটাখালির সমসাদিপুর এলাকার বাসিন্দা।
কাটাখালি থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, ‘থার্টি ফার্স্ট নাইটে’ আসাদুল বন্ধুদের সঙ্গে মদপান করেছিলেন। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন।
“চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৪টার দিকে তিনি মারা যান।”
এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে বলে ওসি জানান।
থানা পুলিশ ও হাসপাতাল থেকে জানা যায়, মদপানে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদের মধ্যে আছেন মতিহার থানার চর শ্যামপুরের হায়দার আলীর ছেলে মনিরুল ইসলাম (২৫), মন্ডল শেখের ছেলে শাহাদাত হোসেন (২৫), তৈমুর রহমানের ছেলে জাকির হোসেন (২৫), নুরুল ইসলামের ছেলে তাশিক (৩২), আব্দুস সাত্তারের ছেলে মিন্টু মিয়া (২৬), এরশাদ আলীর ছেলে ডাবলু (২৭), সাদেক আলীর ছেলে নাসির উদ্দিন (৩০), লালচান মিয়ার ছেলে মিঠু (৩২) ও সমসাদিপুর গ্রামের রমজান আলীর ছেলে পারভেজ (২২)।