ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৫ম ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশীপ ২০২২বাংলাদেশ কারাতের ৪ স্বর্ণসহ সাত পদক
Published : Tuesday, 11 January, 2022 at 12:00 AM
ক্রীড়া প্রতিবেদক: ভারতের অন্দ্রপ্রদেশের ভিষাখাপাঠনামে অনুষ্ঠিত হলো ৫ম ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশীপ ২০২২।  দুই  দিনব্যাপী এই প্রতিযোগীতায় ৮ সদস্যের কারাতে দল অংশ নেয়।  বিভিন্ন ইভেন্ট ৪ স্বর্ন ২ টি রৌপ্য ও ১ টি তাম্র পদক অর্জন করে কারাতে দল।
প্রতিযোগিতায়  বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সৌদি আরব সহ  বিভিন্ন ইভেন্ট ৯৫০ জন খেলোয়াড় অংশ নেয়। বাংলাদেশ দল খেলায় অংশ নেওয়ার উদ্দেশ্য গত ৫ জানুয়ারি দেশ ত্যাগ করেন  
টিম পরিচালনায় ছিলেন  কারাতে ফেডারেশন এবং আন্তর্জাতিক কারাতে  কোচ ও রেফারি এস ইসলাম শুভ। প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পদক বিজয়ীরা হলো মিন্টু দে বাংলাদেশ সেনাবাহিনী - ৮৪  কেজিতে স্বর্ণ পদক,   দীপা রানী  বাংলাদেশ সেনাবাহিনী,-৬৮ কেজিতে  স্বর্ণ পদক,  সায়মা জামান বাংলাদেশ সেনাবাহিনী-৫০ কেজিতে স্বর্ণ পদক, জুনায়েদ আলহাবিব বাংলাদেশ সেনাবাহিনী -৫৫ কেজিতে স্বর্ণ পদক,  মামুন খান বাংলাদেশ সেনাবাহিনী -৬৭ রৌপ্য পদক, মো. আরমান হোসাইন কিক ফাইটার কারাতে স্কুল  চট্টগ্রাম, -৭৫ কেজিতে রৌপ্য পদক, বাংলাদেশ সেনাবাহীনি, মো আশিকুর রহমান -৬০ কেজিতে ব্রোঞ্জ পদক।
এই জয়ের আনন্দে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সভাপতি ডঃ মোজাম্মেল হক খান (কমিশনার দুদক), সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু (সাধারণ সম্পাদক সাউথ এশিয়া কারাতে ফেডারেশন) বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সাধারণ সম্পাদক কৈ শা হ্লা  (চ্যেয়ারম্যান পার্বত্যপুর বান্দর বান) ।
উল্লেখ্য, ভিষাখাপাঠনামে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতায় রেফারি কমিশন এর দায়িত্বে ছিলেন কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশন কোচ এস ইসলাম শুভ। এস ইসলাম শুভ বাংলাদেশ কারাতে রেফারি কমিশন এর সদস্য, এশিয়া কারাতে ফেডারেশন এর জার্জ ও ওর্য়াল্ড কারাতে ফেডারেশন এর কোচ, গত ১৫ ই নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত সিনিয়র ওয়ার্ল্ড কাপে টিম কোচের দায়িত্ব পালন করেন। এস ইসলাম শুভ’র এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশন এবং জেলা কারাতে এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম জানু, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন, কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মজুমদার প্রমুখ ।