ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এক সপ্তাহে করোনা শনাক্ত বেড়েছে ১২৫ শতাংশ
Published : Tuesday, 11 January, 2022 at 12:00 AM
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা লাগামহীনভাবে বাড়ছে। এ বছরের প্রথম দিন (১ জানুয়ারি) ৩৭০ জন নতুন রোগী শনাক্ত হয়। সেদিন সংক্রমণের হার ছিল ২ দশমিক ৪৩ শতাংশ। মাত্র ৯ দিনের ব্যবধানে নতুন রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩১ জনে। শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ।
রোগীর হিসাবে ৬ গুণ এবং শনাক্তের হার হিসেবে সাড়ে তিনগুণ বেড়েছে। সংক্রমণের লাগাম টেনে ধরতে সরকার আগামী ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে সারাদেশে বিধিনিষেধ জারি করেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত ও মৃত্যু- সব সূচকই বেড়েছে। কমেছে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০২১ সালের এপিডেমিওলজিক্যাল ৫২তম সপ্তাহের (২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) তুলনায় নতুন বছরের এপিডেমিওলজিক্যাল প্রথম সপ্তাহে (৩-৯ জানুয়ারি) নমুনা পরীক্ষা ৯ দশমিক ৯ শতাংশ, নতুন রোগী শনাক্ত ১২৫ দশমিক ১ শতাংশ, মৃত্যু ৪৭ দশমিক ১ শতাংশ বেড়েছে। অন্যদিকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৬ দশমিক ৭ শতাংশ কমেছে।
এপিডেমিওলজিক্যাল ৫২তম সপ্তাহে মোট ১ লাখ ৩২ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা, ৩ হাজার ২১৩ জন নতুন রোগী শনাক্ত এবং ১৭ জনের মৃত্যু হয়। অন্যদিকে করোনা আক্রান্ত রোগী সুস্থ হন ২ হাজার ১৩০ জন। পরবর্তী সপ্তাহে অর্থাৎ ২০২২ সালের এপিডেমিওলজিক্যাল প্রথম সপ্তাহে (৩-৯ জানুয়ারি) মোট ১ লাখ ৪৫ হাজার ৯৬৩টি নমুনা পরীক্ষা, ৭ হাজার ২৩৪ জন নতুন রোগী শনাক্ত এবং ২৫ জনের মৃত্যু হয়। অন্যদিকে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা কমে ১ হাজার ৩৪৮ জনে দাঁড়িয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩ জন রোগীর মৃত্যু হয়। একই সময়ে ২৬ হাজার ১৪৩টি নমুনা পরীক্ষায় ২ হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসাবে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ।
সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ জারি করেছে সরকার।