করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী সভা অনুষ্ঠিত
Published : Tuesday, 11 January, 2022 at 12:00 AM
অদ্য ১০ জানুয়ারী ২০২২ সোমবার দুপুর ১২ টায় কুমিল্লাস্থ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট কার্যক্রম পুনর্দ্দমে রোগী সেবা কার্যক্রম নিশ্চিতকরণে এক জরুরী সভা কলেজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা পরিচালক ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া।
দেশের করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত ১০০ শয্যা বিশিষ্ট উক্ত হাসপাতালের করোনা ইউনিট কার্যক্রম পুনরায় বৃদ্ধি ও রোগী সেবা কার্যক্রম জোরদার করনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত করোনা ইউনিট পরিচালনায় অভিজ্ঞ ইউনিট প্রধান মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আরিফ আকবর শৈবাল, গাইনী এন্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোসাম্মৎ শামীমা আক্তার রেখা, অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মাহফুজুর রহমান বাদল, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আবু সুফিয়ান, শিশু সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ দেবাশীষ চক্রবর্তী, করোনা ইউনিট এর কো-অর্ডিনেটর ডাঃ মোঃ মঈনুল ইসলাম ওয়াসিক, মেডিসিন বিভাগের রেজিষ্ট্রার মোঃ সাইফুল আল মামুন শিশির সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ বিগত অভিজ্ঞতার আলোকে করোনা ইউনিট সার্বিক পরিচালনায় বক্তব্য উপস্থাপন করেন।
বক্তারা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে বিগত এপ্রিল ২০২১ হইতে চালুকৃত ১০০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট বর্তমানে চালু বিধায় যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত আছে। বর্তমানে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, সেন্ট্রাল অক্সিজেন সিষ্টেম ১০০ শয্যায় চালুসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন আছে। যেকোনো পরিস্থিতিতে রোগী ভর্তিসহ সকল চিকিৎসা সেবা দিতে ইস্টার্ন মেডিকেল কলেজ করোনা ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত আছে বলে ইউনিট প্রধান অধ্যাপক ডাঃ আরিফ আকবর শৈবাল জানান। তিনি বিগত সময়ের ন্যায় করোনা ইউনিট পরিচালনায় স্থানীয় প্রশাসনসহ স্বাস্থ্যসেবা বিভাগের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ জনসচেতনতা সৃষ্টি করে কোভিড উর্ধ্বগতি রোধকরা বিষয়ে জনগনকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ড. শাহ্ মোঃ সেলিম ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রমে সংশ্লিষ্ট সকল চিকিৎসকবৃন্দকে উদ্ভুত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থেকে দেশ সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।