স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃহত্তর কুমিল্লা নাট্য উৎসব
Published : Tuesday, 11 January, 2022 at 12:00 AM
বশিরুল ইসলাম:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃহত্তর কুমিল্লা নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। নাট্য সংগঠন সংলাপ ও প্রতিবিম্ব থিয়েটারের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ভারতীয় সহকারী দূতাবাস চট্টগ্রামের সহযোগীতায় আগামী ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি ৩দিন ব্যাপী এ নাট্য উৎসবে চলবে। নাট্য উৎসবের প্রথম দিন ১৪ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, মুক্তিযুদ্ধ গবেষক ও কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় ও অধ্যাপক সমির মজুমদার।
দ্বিতীয় দিন ১৫ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথা সাহিত্যিক ও অতিরিক্ত সচিব (অব:) মোহাম্মদ আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমাই কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান, কবি, ছড়াকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল হক দুলাল, সাবেক বিশেষ পিপি লেখক ও গবেষক এডভোকেট গোলাম ফারুক, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন দপ্তর সম্পাদক খোরশেদুল আলম
তৃতীয় দিন ১৬ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসনাত বাবুল, দৈনিক রূপসী বাংলা পত্রিকার সম্পাদক আসিফ তরুনাভ, কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মুহাম্মদ আয়াজ মাবুদ, কুমিল্লা গণপাঠাগার ও নগর মিলনায়তনের সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে একটি চেয়ার ফাঁকা রেখে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন বৃহত্তর কুমিল্লার নাট্য উৎসব আয়োজক কমিটি। ১৪ জানুয়ারী পরিবেশিত হবে কুমিল্লা নাট্যদলের পরিবেশনায় নাটক “দ্যা ট্র্যাপ” ও ডাকাতিয়া থিয়েটারের পরিবেশনায় নাটক “বেলতলী বধ্যভূমি”। ১৫ জানুয়ারী পরিবেশিত হবে ঢাকার শব্দ নাট্যর্চ্চা কেন্দ্রের নাটক “বীরঙ্গনার বয়ান” । ১৬ জানুয়ারী পরিবেশিত হবে কুমিল্লার প্রতিবিম্ব থিয়েটারের নাটক “কেস” ও চাঁদপুরের বর্ণচোরা নাট্যগোষ্ঠীর নাটক খোয়াব খোয়া।