ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোহামেডান খেলবে কুমিল্লায়, আবাহনী সিলেটে ও কিংস নিজেদের মাঠে
Published : Thursday, 27 January, 2022 at 12:00 AM
মোহামেডান খেলবে কুমিল্লায়, আবাহনী সিলেটে ও কিংস নিজেদের মাঠেসব কিছু ঠিক থাকলে ৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। এই প্রথম লিগের কোন খেলা হবে দেশের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে বিশাল সংস্কার কাজ চলছে এই স্টেডিয়ামে। আগামী বছরের মাঝমাঝিতে শেষ হতে পারে স্টেডিয়ামের সংস্কার কাজ।এবার প্রিমিয়ার লিগের বেশিরভাগ খেলাই হবে ঢাকার বাইরে। রাজধানীতে বসুন্ধরা কিংসের নতুন ভেন্যু বসুন্ধরা কমপ্লেক্স। এখানে স্বাগতিকরা তো খেলবেই, এখানে হোমভেন্যু করেছে শেখ রাসেল ক্রীড়া চক্রও। এই দুটি ক্লাবের হোম ভেন্যু থাকছে ঢাকাতে, বাকি ১২ ক্লাবের হোমভেন্যু ঢাকার বাইরে।
মোহামেডান টানা তিন মৌসুমের জন্য হোমভেন্যু হিসেবে নিয়েছে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। বসুন্ধরা কিংস এবার এই স্টেডিয়াম ছেড়ে নিজেদের মাঠকে হোমভেন্যু করেছে। মোহামেডানের সঙ্গে কুমিল্লা স্টেডিয়াম ভাগাভাগি করবে চট্টগ্রাম আবাহনী।
প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল আবাহনী এবার হোমভেন্যু করেছে সিলেট জেলা স্টেডিয়ামকে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম হোমভেন্যু শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাবের, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামকে হোমভেন্যু করেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ, রাজশাহী স্টেডিয়াম হোমভেন্যু বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবের এবং গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামকে হোমভেন্যু করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
উত্তর বারিধারা ক্লাবের এখনো হোম ভেন্যু ঠিক হয়নি। জানা গেছে, তাদের রাজশাহী দেওয়ার চিন্তা করছে প্রফেশনাল লিগ কমিটি। তবে ক্লাবটি ঢাকার কাছাকাছি ভেন্যু পাওয়ার চেষ্টা করছে।