ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় সাহস এর পথ চলায় ১৬ বছর
Published : Thursday, 3 February, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
গতকাল  বেলা ১১ টায় সাহস লাইব্রেরি মিলনায়তনে সাহস স্কুলের ১৬ বছর পূর্তি অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্যদিয়ে। অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী সকল ভাষা শহীদদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহস স্কুলের সহকারি প্রধান শিক্ষক শামীমা ইয়াছিন ও সহকারি শিক্ষক শাহনাজ আক্তার।  বক্তারা উপস্থিত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, সাহস স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে এলাকায় আধুনিক শিক্ষার একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে। পথ পরিক্রমায় সাহস স্কুলকে অনেক সাহসিকতার পরিচয় দিতে হয়েছে। আজ এলাকায় একটি আধুনিক শিক্ষা বিস্তারে সাহস স্কুলের অসামান্য অবদান এলাকাবাসী একবাক্যে স্বীকার করেন। এটি সাহস স্কুলের একটি অনন্য প্রাপ্তি। বক্তারা সাহস সংশ্লিষ্ট যারা নিরলস ভাবে সময় দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতার হাত প্রসারিত করে পাশে আছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। বক্তারা আরো বলেন - আমরা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক কর্মকান্ডে সবসময়ই আন্তরিক আর সে কারণেই সাহস স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজে সুনামের সাথে তাঁদের প্রতিভার বিকাশ ঘটাচ্ছে যা আমাদের একটি বড় অর্জন।
অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ঝলম স্কুল এন্ড কলেজের প্রভাষক মাসুদ মজুমদার, একবাড়িয়া সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহ জালাল, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মোমিন মজুমদার, সুবল চন্দ্র দে, টিএমএসএস নার্সিং কলেজের শিক্ষক ও কলামিস্ট এম. জুবায়ের হোসেন ও নিরাময় ডায়াগনস্টিক সেন্টার  এর ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক তুহিন।
অনুষ্ঠানে কবিতা পাঠে অংশগ্রহণ করে আব্দুল্লাহ ছোটন, ঝুমা ও রাফিন হোসেন। সংগীত পরিবেশন করেন শিক্ষক সীমা আক্তার। উপস্থাপনায় ছিলেন সাহস এর প্রধান সমন্বয়কারী সবুর বাদশা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দ।