সিএনজি চালকদের সাথে হাইওয়ে পুলিশের সংঘর্ষ; মহাসড়ক অবরোধ
Published : Thursday, 3 February, 2022 at 12:00 AM
রণবীর
ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় মহাসড়কের ফিডার রোড থেকে সিএনজি অটোরিক্সা
ধরে থানায় নিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের সাথে সিএনজি অটোরিক্সা চালকদের
সংঘর্ষ ঘটে। হাইওয়ে পুলিশ সিএনজি অটোরিক্সা চালককে মারধর করার ঘটনায় মহাসড়ক
অবরোধ করে চালকরা। প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ থাকার পর স্থানীয়
চেয়ারম্যান ও চান্দিনা থানা পুলিশের সহায়তায় অবরোধ মুক্ত হয় মহাসড়ক।
বুধবার
(২ ফেব্রুয়ারী) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা
উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় ওই ঘটনা ঘটে। সিএনজি অটোরিক্সা চালকদের
মহাসড়ক অবরোধে উভয় পাশের প্রায় দুই কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়।
স্থানীয়
সূত্রে জানা যায়, মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে
মাধাইয়া-রহিমানগরের একটি বড় সংযোগ সড়ক রয়েছে। ওই সড়কে প্রতিদিন কয়েক হাজার
সিএনজি অটোরিক্সা চলাচল করে। আর মাধাইয়া পয়েন্টে ওই সিএনজি অটোরিক্সার
স্ট্যান্ড মহাসড়ক সংলগ্ন। বেশির ভাগ সময় চালকরা এলোপাথারী সিএনজি অটোরিক্সা
পার্কিং করে ওই পয়েন্টে যানজট সৃষ্টি করে এবং সিএনজি পার্কিং স্থান
মহাসড়কের উপর পর্যন্ত চলে আসে।
বুধবার বিকেলে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ
ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন এর নেতৃত্বাধীন টহল টিম
মহাসড়কের উপর সিএনজি অটোরিক্সা দেখে ধরে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেয় চালকরা।
এসময় এক চালককে মারধর করে পুলিশ ভ্যানে তুলে নিলে লাঠিসোটা নিয়ে পুলিশের
উপর চড়াও হয় সিএনজি চালকরা। এক পর্যায়ে পুলিশ ওই সিএনজি চালককে থানায় নিয়ে
গেলে প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে তারা।
সিএনজি চালক মামুন, আবুল বাসার,
মোস্তফাসহ একাধিক চালকের সাথ কথা বলে জানা যায়, বিকাল সাড়ে ৪ টার দিকে
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের টহল মাধাইয়া -নবাবপুর সড়ক থেকে ৫টি গাড়ি আটক করে
নিয়ে যেতে চায়। এসময় চালকরা মহাসড়কে উঠিনি বলে প্রতিবাদ করে। পরে সিএনজি
ফেলে গিয়াস উদ্দিন নামে এক সিএনজি চালক কে পিটিয়ে আহত করে টেনে গাড়ীতে
উঠিয়ে নিয়ে যায় হাইওয়ে পুলিশ। আহত সিএনজি চালক গিয়াস উদ্দিন নাওতলা গ্রামের
আবদূর রব এর ছেলে।
মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
মজিবুর রহমান জানান, মূলত চালকরা মহাসড়কে তেমন উঠে না। তারপরও কেন যে ঘটনা
ঘটলো কিছুই বুঝতে পারিনি। যখন শুনলাম চালকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে তখন
আমি ঘটনাস্থলে গিয়ে চালকদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেই। পরে হাইওয়ে
থানায় গিয়ে আটক হওয়া সিএনজি অটোরিক্সা চালককে ছাড়িয়ে আনি।
এ ব্যাপারে
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান,
মহাসড়কে না উঠে আমরা কাউকে হয়রানি করি না। মূলত মহাসড়কের উপরেই সিএনজি
অটোরিক্সার স্ট্যান্ড গড়ে উঠায় মাধাইয়া স্টেশন প্রায়ই যানজট লেগে থাকে।
আমাদের পুলিশ মহাসড়কের উপর থেকে সিএনজি অটোরিক্সা আটক করতে গেলে চালকরা
ক্ষুদ্ধ হয়ে পুলিশের উপর চড়াও হয় এবং মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। তবে
বিষয়টি সামাধান হয়ে গেছে।