কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে । থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া আদর্শ কলেজের সামনে (কুমিল্লা- মিরপুর) সড়ক থেকে আসাদুল সাওন (২০) ও ফারুক দিশা (২২) কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত আসাদুল সাওন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সুন্দাইল গ্রামের আবদুল খালেকের ছেলে এবং ফারুক দিশা গাইবান্ধা জেলা সদরের গিদারী গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে এসআই কৃষ্ণ সরকার সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী পিয়াস (২২) কে গ্রেফতার করে। গিয়াস ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ন পুর গ্রামের আবু বকরের ছেলে।
এছাড়াও এসআই মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ষাইটশালা গ্রামের মতিউর রহমান মতি'র ছেলে সজল মিয়া (৫০) এবং ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার কুটি গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোঃ কাউসার মিয়া (৩৯) কে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মামলা রয়েছে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা স্বীকার করে বলেন "গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশি স্কটে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।"