শুক্রবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে বিপিএলের ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের ম্যাচটি।
দুপুর থেকেই ঢাকাসহ সারাদেশে শুরু হয় বৃষ্টি। এর ফলে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দুপুরে নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি বরিশাল-সিলেটের ম্যাচটি। বৃষ্টি থামলে শুরু করা হবে এ আশা নিয়ে লম্বা সময় অপেক্ষা করা হয়।
কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় বিকাল সাড়ে ৪টার দিকে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
আর এর মাধ্যম বিপিএলের ইতিহাসে প্রথমবারের মত কোনো ম্যাচ পরিত্যাক্ত হলো।
বিপিএলের আট আসর মিলিয়ে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ৩১৩টি। আজ ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের মধ্যকার লড়াইটি হত ৩১৪তম ম্যাচ। কিন্তু এই ম্যাচটিই পরিত্যক্ত হয়ে গেল।
ফলে ফেব্রুয়ারির বৃষ্টি আজ বিপিএলে নতুন ঘটনার জন্ম দিল।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই সমান এক পয়েন্ট করে পেয়েছে। এখন ৭ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ওঠে এসেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
অন্যদিকে ৬ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে সিলেট সানরাইজার্স।
এদিকে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা রয়েছে মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। যদি বৃষ্টি পরিস্থিতি উন্নতি না হয় এবং মাঠ খেলার উপযোগী না থাকে তাহলে এ ম্যাচটির ভাগ্যও দুপুরের ম্যাচটির মত হতে পারে।