ছিনতাই: ঢাকায় দুই নারীসহ গ্রেপ্তার ৬
Published : Saturday, 5 February, 2022 at 12:00 AM
এক মাস আগে ঢাকার তুরাগের কামারপাড়া এলাকায় ছিনতাইয়ের একটি ঘটনায় দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধ
ও বৃহস্পতিবার ঢাকার ডেমরার কোনাপাড়া ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে
তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিবি উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান।
তিনি বলেন, গত ৫ জানুয়ারি কামারপাড়া এলাকায় ছিনতাইয়ের ঘটনায় তুরাগ থানায় একটি মামলা হয়।
সেই
ঘটনায় তদন্ত চালিয়ে মো. সাগর আহম্মেদ, মো. জাকির হোসেন, মো. ইমরান হোসেন,
মো. ওমর হোসেন, মোছা. ইতি আক্তার ও মোছা. সাথি আক্তারকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছে ‘ছিনতাই কাজে ব্যবহৃত’ দুইটি চাকু, ছিনতাই করা ২১টি মোবাইল ও ছিনতাই হওয়া ৬০ হাজার টাকা জব্দ করার কথাও জানিয়েছে র্যাব।
গত
২০ জানুয়ারি আব্দুল্লাহপুর থেকে টাঙ্গাইল যাওয়ার পথে বাসে ডাকাতির শিকার
হওয়া টাঙ্গাইল সদর হাসপাতালের চিকিৎসক মো. শফিকুল ইসলামের মোবাইল ফোনও
সেখানে পাওয়া গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
তিনি বলেন,“ওই চিকিৎসকের বিকাশ অ্যাকাউন্ট থেকে ডাকাতরা যে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল, সেই মোবাইলও উদ্ধার করা হয়েছে।”
আব্দুল্লাহপুর
থেকে বাসে উঠলে ডাকাতরা শফিকুলের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে সাত-আট
ঘণ্টা পর যাত্রাবাড়ীর কাছে সাইনবোর্ড এলাকায় বাস ফেলে রেখে যায়।
পরে অভিযানে নেমে ‘ডাকাত দলের’ আট সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার।
গত
৩১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, বাসে ওঠার সঙ্গে সঙ্গেই
ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে শফিকুল ও তার বন্ধুর দুই হাত ও চোখ বেঁধে
বাসের পেছনে নিয়ে যায়। এরপর তাদের কাছে থাকা ১ লাখ ১৫ হাজার টাকা, মোবাইল
ব্যাংকিং অ্যাকাউন্টে থাকা ৫ হাজার টাকা নিয়ে নেয়।
এছাড়া দুটি এটিএম কার্ড ও পিন নম্বর নিয়ে আরও ১ লাখ ৬০ হাজার টাকাসহ মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা।