বজ্রাঘাতে প্রাণ গেলো মাদ্রাসাছাত্রের
Published : Saturday, 5 February, 2022 at 12:00 AM
বাগেরহাটের
মোল্লাহাটে বজ্রাঘাতে ছালিম শেখ (১৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু
হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপু?রে মোল্লাহাট উপজেলার কামারগ্রাম
এলাকায় মাছের ঘেরের জমিতে ধান রোপণের সময় বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে এ ঘটনা
ঘটে। মোল্লাহাট থানার ওসি সো?মেন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা
জানান, ছালিম শেখ মোল্লাহাট ভান্ডারখোলা গ্রামের ফরিদ শেখের ছেলে। শিক্ষা
প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের বাড়ির পাশের কমারগ্রাম এলাকায় মাছের ঘেরে কাজ
করছিল। আজ সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ জমে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি শুরু হয়।
এরপর শুরু হয় বাতাস ও বজ্রপাত। ওই সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে অন্যান্য কৃষকরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন বলেন, পরিবারটি যদি গরিব হয়, তাহলে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।