নকল আসামিকে সাজা খাটানোর অভিযোগে রিমান্ডে আইনজীবী
Published : Saturday, 5 February, 2022 at 12:00 AM
আসল আসামির পরিবর্তে নকল আসামিকে সাজা খাটানোর অভিযোগে আইনজীবী শরীফ শাহরিয়ার সিরাজীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরাফাতুল রাকিব এ রিমান্ড মঞ্জুর করেন।
এর
আগে শরীফ শাহরিয়ার সিরাজীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন
করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আবু
সাঈদ চৌধুরী। শুনানি শেষে রাজধানীর কোতোয়ালী থানায় জালিয়াতির মামলায় এক
দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে গত ২ ফেব্রুয়ারি মিথ্যা পরিচয় দিয়ে অন্যের হয়ে জেল খাটা আসামি হোসেন ওরফে নকল সোহাগের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এছাড়া ১ ফেব্রুয়ারি প্রকৃত আসামি বড় সোহাগকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এসময়
সোহাগ নামধারী হোসেনকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে থানায় সোপর্দ করেন
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত নকল
সোহাগসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এরপর
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বেঞ্চ সহকারী মিজানুর বাদী হয়ে নকল
সোহাগ ওরফে সোহাগ, আসল সোহাগ, দুই আইনজীবীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।