Published : Saturday, 5 February, 2022 at 12:00 AM, Update: 05.02.2022 1:01:31 AM
করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০ জন। তাদের মধ্যে কেবল ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে ১৭ জনের। আর এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৫২৪ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৮টা) মারা যাওয়া ১৭ জনের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় মারা গেছেন ১৪ জন। বাকি তিনজনের মধ্যে ফরিদপুরে একজন আর গাজীপুরে মারা গেছেন দুইজন।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, অন্যান্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে মারা গেছেন পাঁচজন, সিলেটে তিনজন, রাজশাহী ও খুলনাতে দুইজন করে আর বরিশাল বিভাগে মারা গেছেন একজন।
করোনাতে আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ১৮ মার্চ। তারপর থেকে দেশে মোট ২৮ হাজার ৫২৪ জনের মৃত্যু হয়েছে।
শুরু থেকেই ঢাকায় সবচেয়ে বেশি রোগী এবং মৃত্যুও হয়েছে ঢাকাতেই। অধিদফতরের তথ্যমতে, মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৪৯৯ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ হাজার ৭৬৮ জন, রাজশাহী বিভাগে দুই হাজার ৯৪ জন, খুলনা বিভাগে তিন হাজার ৬৫৩ জন, বরিশাল বিভাগে ৯৬৩ জন, সিলেট বিভাগে এক হাজার ২৯৬ জন, রংপুর বিভাগে এক হাজার ৩৮৫ জন আর ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৬৬ জন।
তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ৬১ থেকে ৭০ বছর বয়সীদের। অধিদফতরের হিসাবমতে, এ বয়সের আট হাজার ৮৩৫ জনের মৃত্যু হয়েছে করোনাতে আক্রান্ত হয়ে। এরপর রয়েছে ৫১ থেকে ৬০ বছর। এ বয়সের ছয় হাজার ৭০০ জন মারা গেছেন।
৭১ থেকে ৮০ বছরের মধ্যে মারা গেছেন চার হাজার ৯৭০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে মারা গেছেন তিন হাজার ৩৬৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মারা গেছেন এক হাজার ৬৮৬ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে মারা গেছেন এক হাজার ৬৪২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে মারা গেছে ৬৬৭ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে মারা গেছেন ৩৫১ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে মারা গেছেন ১৯৩ জন, শূন্য থেকে ১০ বছরের মৃত্যু হয়েছে ৮১ জনের আর ১০০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন ৩৫ জন।