Published : Saturday, 5 February, 2022 at 12:00 AM, Update: 05.02.2022 1:02:09 AM
ক্রীড়া
প্রতিবেদক: করোনার প্রকোপে বন্ধের পর গতকাল আবারও মাঠে গড়িয়েছে কাউন্সিলর
কাপ টি-টোয়েন্টির খেলা। প্রথম পর্বের খেলা শেষ হলেও করোনার প্রকোপের কারণে
দ্বিতীয় পর্বের খেলা স্থগিত ঘোষণা করা হয়। তবে গতকাল থেকে দর্শক ছাড়া আবারো
শুরু হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা। দিনের প্রথম ম্যাচে
ওয়েলফেয়ার ইউনাইটেড রেইসকোর্সকে হারিয়ে ফাইনালে উঠেছে বাগিচাগাঁও নাইন
ইলেভেন। এছাড়া বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে দ্বিতীয় সেমিফাইনালে
মুন্সেফবাড়ি এসসি এবং গ্ল্যাডিয়েটর্স অব টেনের মধ্যকার খেলাটি। পুনরায় এই
ম্যাচের সময় পরে জানানো হবে বলে নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটির সম্পাদক
নাসিম ইউসুফ রেইন।
গতকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে
দিনের প্রথম ম্যাচে বাগিচাগাঁও নাইন ইলেভেন মুখোমুখি হয় ওয়েলফেয়ার ইউনাইটেড
রেইসকোর্স। টসে জিতে রেইসকোর্সকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায়
বাগিচাগাঁও। ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৫
রান সংগ্রহ করে তারা। রেইসকোর্সের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৪ রান করেন
ইমরান হোসেন। অন্যদিকে বল হাতে ৪ ওভারে ১৬ রান খরচ করে ৩ উইকেট নেন
বাগিচাগাঁওয়ের নাহিদ হাসান। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ৬ উইকেট
হাতে রেখে জয়ের লক্ষে পৌছে যায় বাগিচাগাঁও নাইন ইলেভেন। ব্যাট হাতে
বাগিচাগাঁওয়ের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন মাহমুদুল হাসান এবং ৩২ বলে ৩৪ রান
করেন আবু বকর। ব্যাট হাতে দারুণ খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন
বাগিচাগাঁওয়ের মাহমুদুল হাসান।
এদিকে দুপুর ২টায় শুরু হয় দ্বিতীয়
সেমিফাইনাল। তবে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ বৃষ্টি শুরু হলে তাৎক্ষণিক খেলা
বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর আর বৃষ্টি না থামায় খেলার ফল অমিমাংসিত
থাকে।