পূর্ব ইউরোপে অস্থিরতার মধ্যেই বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে পোল্যান্ডে অবতরণ করলো মার্কিন বিমান। বৃহস্পতিবার ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ক্রমবর্ধনাম সামরিক উত্তেজনাকে ঘিরে গত বুধবার পূর্ব ইউরোপে আরও ৩ হাজার মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পেন্টাগন জানায়, জার্মানিতে অবস্থানরত মার্কিন বাহিনীর এক হাজার সদস্যকে রোমানিয়ায় স্থানান্তর করা হবে। আর দুই হাজার সেনাকে যুক্তরাষ্ট্র থেকে পোল্যান্ড ও জার্মানিতে মোতায়েন করা হবে।
এরই অংশ হিসেবে পোল্যান্ডে দ্রুত সামরিক সরঞ্জাম পৌঁছাতে শুরু হয়েছে। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী টুইটর্বাতায় লেখেন, এটি মিত্রদের প্রতি সংহতির স্পষ্ট বার্তা। হারকিউলিস সি-৩০ সামরিক বিমান থেকে সেনাদের সরঞ্জামাদি নামানোর কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি।
পোল্যান্ডের বেসরকারি চ্যানেল টিভিএন২৪ দেখা গেছে, দেশটির দক্ষিণাঞ্চলের একটি বিমানবন্দরে দুইটি এয়ারক্রাফট থেকে আনলোডের প্রক্রিয়া চলছিল। এ নিয়ে মোট ছয়টি মার্কিন বিমান অবতরণ করেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে মার্কিন সেনারা কখন পৌঁছাবে এবং কোথায় থাকবে তা নিশ্চিত করা হয়নি।
সূত্র: রয়টার্স।