এবারের একুশে পদকপ্রাপ্তদের নামের তালিকায় রয়েছেন অভিনেতা আফজাল হোসেন।
অভিনেতাদের মধ্যে আরো রয়েছেন প্রয়াত অভিনেতা খালেদ খান ও মাসুম আজিজ।
আফজাল হোসেন রাষ্ট্রের অন্যতম এই পুরস্কারে ভূষিত হওয়ায় উচ্ছ্বসিত ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান।
এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব। সূদর আমেরিকা থেকেই আফজাল হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন সোশ্যাল মিডিয়া ব্যবহারে।
সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকাই ছবির ‘কিং খান’ লিখেছেন, ‘আমাদের অগ্রজ, গুণী অভিনয় শিল্পী আফজাল হোসেন এ বছর একুশে পদক পাচ্ছেন। অভিনয়কলায় তার এই প্রাপ্তি নিঃসন্দেহে দেশের প্রতিটি অভিনেতার জন্য বিশেষ উদযাপনের। ব্যক্তিগতভাবে চাইব, প্রিয় ব্যক্তিত্ব ও পরম শ্রদ্ধেয় আফজাল হোসেন আমাদের মাঝে আরও দীর্ঘদিন কাজ করুন। আগামী দিনে তার দুর্দান্ত কাজ দেখতে মুখিয়ে থাকব। তিনি সুস্থ থাকুন, তার দীর্ঘায়ু কামনা করি।’
একুশে পদক প্রাপ্তিতে আফজাল হোসেনসহ বাকি ২৩ গুণী মানুষকেও অভিনন্দন জানান শাকিব।
এ বছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২৪ জন গুণীকে একুশে পদক দেওয়া হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক তালিকায় বৃহস্পতিবার তাদের নাম প্রকাশ করা হয়।