ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টানা ৪ ম্যাচে হার, বাবরের সমালোচনায় ইনজামাম
Published : Saturday, 5 February, 2022 at 6:43 PM, Update: 05.02.2022 6:45:44 PM
টানা ৪ ম্যাচে হার, বাবরের সমালোচনায় ইনজামামএবার বাবর আজমের নেতৃত্বে করাচি কিংস এখন পর্যন্ত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে জয়ের মুখ দেখেনি। গতরাতে পেশোয়ারের বিপক্ষে হেরে টানা চতুর্থ ম্যাচে হারের লজ্জ্বায় ডুবেছে বাবররা। ৯ রানে হেরে করাচি বর্তমানে রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

পেশোয়ার জালমির বিপক্ষে শুক্রবার ২০ ওভার ব্যাট করে অপরাজিত ৯০* রানের ইনিংস খেললেও দলকে আসরের প্রথম জয় পাইয়ে দিতে ব্যর্থ বাবর। তাইতো দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হক করাচির হারের পুরোটা দায় চাপিয়ে বাবরের সমালোচনায় মুখর হয়েছেন।

বাবরের উদ্দেশে তিনি বলেছেন, আপনি যদি বিশ্বের এক নম্বর ক্রিকেটার হন এবং ২০ ওভার জুড়ে উইকেটে দাঁড়িয়ে থাকেন তবে আপনার অবশ্যই ম্যাচটি শেষ করে আসা উচিত। অন্যথায় সম্পূর্ণ ওভার না খেলে আউট হয়ে যান। আপনার ম্যাচ শেষ করে আসার ক্ষমতা থাকতে হবে কারণ এটি একজন দুর্দান্ত খেলোয়াড় হওয়ার প্রথম লক্ষণ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’-এর অনুষ্ঠান ‘জশন-ই-ক্রিকেট’কে ইনজামাম এমনটাই জানিয়েছেন। টি-টোয়েন্টিতে বিশ্বের নম্বর ওয়ান ক্রিকেটারের পুরো ২০ ওভার খেলেও দলকে জয় এনে দিতে না পারাকে চরম ব্যর্থতা মানছেন ইনজামাম। ৬৩ বলে ১২ চার ও ১ ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন বাবর। তাই সেরাদের কাতারে দাঁড়াতে বাবরকে ম্যাচ শেষ করে আসার পরামর্শ দিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক।