Published : Wednesday, 23 February, 2022 at 12:00 AM, Update: 23.02.2022 1:18:18 AM
বিশেষ প্রতিবেদক: প্রতিবেশির উঠান দিয়ে যাতায়াত করার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরতর আহত হয়েছেন মিনা রাণী নামের এক নারী। এ ঘটনায় ৩২৬ ও ২০৭ ধারায় দেবীদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামে ওই ঘটনা ঘটে। আহত মিনা রাণী কর ওই গ্রামের সমীর চন্দ্র করের স্ত্রী। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনা রাণী শনিবার সকালে বরকামতা গ্রামের জনৈক শ্যামল চন্দ্র নন্দীর উঠান দিয়ে যাতায়াত করলে বাঁধা প্রদান করেন। ওই সময় শ্যামল ও মিনা রাণীর মধ্যে কথা কথাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে মিনা রাণীর পায়ে ও হাতে ধারালো দায়ের কোপের আঘাত লাগে। এসময় মিনার রানীর স্বর্ণালঙ্কারও লুটে নেওয়ার অভিযোগ করেন স্বামী সমীর কর।
অভিযুক্ত শ্যামল চন্দ্র নন্দীর কাছে বিষয়টি জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, শনিবার রাতে লিখিত অভিযোগটি পেয়ে তদন্ত শেষে মামলা রেকর্ড করা হয়েছে।