বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া করোনাভাইরাসের বুস্টার ডোজ টিকা নেবেন। বুধবার দুপুর আড়াইটায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে তিনি এ টিকা নেবেন। বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এর আগে, গত ১৮ আগস্ট খালেদা জিয়া করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নেন। তার এক মাস আগে গত ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।
খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন গত বছরের ১১ এপ্রিল। ২৭ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। মূলত পোস্ট কোভিড জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।
পরবর্তী সময়ে লিভার সিরোসিসের আক্রান্ত খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ৮০ দিন চিকিৎসা দেওয়ার পর করোনা সংক্রমণ পরিস্থিতির কথা মাথায় রেখে গুলশানের বাসা ফিরোজায় আনা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।