ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাবেক ক্রিকেটারের
Published : Wednesday, 23 February, 2022 at 2:16 PM
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাবেক ক্রিকেটারেরবগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাহবুবার রহমান লিটন (৩২) নামে সাবেক এক ক্রিকেটার নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে শাজাহানপুর উপজেলার বয়ড়াদীঘি এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাহবুবার রহমান লিটন বগুড়া জেলা লিগে খেলতেন। এছাড়া অনূর্ধ্ব ১৩, ১৫, ১৭ বয়সভিত্তিক টিমে উইকেটকিপার ও ব্যাটসম্যান ছিলেন।
লিটন বগুড়া শহরের লতিফপুর কলোনির নুরুল আমিনের ছেলে। তিনি একটি মোবাইল ফোন কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন।  

নিহতের বড়ভাই ফয়সাল জানান, লিটন সাবেক কৃতি ক্রিকেটার ছিলেন। মঙ্গলবার রাতে লিটন কাজ শেষে মোটরসাইকেলে শহরে ফিরছিলেন। পথিমধ্যে শাজাহানপুর উপজেলার বয়ড়াদীঘি এলাকায় মহাসড়কে পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। লিটন মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি সেখানে মারা যান।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন জানান, স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।