ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইসমাইল নয়ন
Published : Wednesday, 23 February, 2022 at 8:31 PM
ব্রাহ্মণপাড়ায় ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতারকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ফেনসিডিল, গাঁজা ও বিপুলসংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ।

থানাপুলিশ সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২২ ফেব্রুয়ারি উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকার ব্রাহ্মণপাড়া- দুলালপুর সড়কের উপর হতে সোহেল রানা(২৮) ও নাজমুল হাসান (২১)কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল রানা উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল দক্ষিণ পাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। নাজমুল হাসান একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।  তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ২২ ফেব্রুয়ারি উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকার দক্ষিণ তেঁতাভূমি বাশঁতলী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোঃ টিটু মিয়া(২৭) ও ইকরাম হোসেন (২০)কে গ্রেফতার করে। এসময় টিটু মিয়ার কাছ থেকে দেড় কেজি গাঁজা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। অপরদিকে ইকরাম হোসেনের কাছ থেকে ১ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত টিটু মিয়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকার মোঃ খিজির মিয়ার ছেলে, ইকরাম হোসেন একই এলাকার আইয়ুব আলীর ছেলে।  তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে  এসআই জীবন কৃষ্ণ মজমুদার সঙ্গীয় ফোর্সসহ গতকাল ২৩ ফেব্রুয়ারি সকালে উপজেলার সদরের ব্রাহ্মণপাড়া বাজারের মধুমতি হাসপতালের সামনের পাকা রাস্তার উপর  হতে  মোঃ আলমগীর (৫৩)কে গ্রেফতার করে।  এসময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আলমগীর ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার খাড়পাড়া এলাকার মৃত আনিসুল হকের ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন," আসামীগণকে যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"