শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে যা বললেন আফগান অধিনায়ক
Published : Wednesday, 23 February, 2022 at 8:44 PM
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডেতে ৪ উইকেটের অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। জয়ে মূল অবদান আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের গড়া ১৭৪ রানের পার্টনারশিপ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এমন জয় আনন্দের সাগরে ভাসিয়েছে গোটা দেশকে। কিন্তু সম্পূর্ণ বিপরীত চিত্র আফগান শিবিরে।
বাংলাদেশের ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর জয় প্রায় নিশ্চিত ধরে নিয়েছিল আফগানিস্তান। কিন্তু সেখান থেকেই এমন একটি ম্যাচ এভাবে হারায় দারুণ হতাশা প্রকাশ করেছেন আফগান অধিনায়ক। আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি বলেন, আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা কোনো সুযোগ ছাড়াই খুব ভালো খেলেছে, যা ছিল অবিশ্বাস্য। ফজল যেভাবে শুরু করেছিল তা সত্যিই অভূতপূর্ব। তবে এটি ছিল মাত্র শুরু। সামনে আরও দুটি খেলা বাকি আছে। সেখানে আমরা ফিরে এটি ফিলআপের চেষ্টা করব।